July 05, 2011

How to use Tethering in Android Phone?


Tether করার মাধ্যমে যে কোন Android device কে অথবা মোবাইলকে, মোডেম হিসাবে ব্যবহার করা যায়। এর মাধ্যমে আলাদাভাবে ইন্টারনেট কানেকশন এর প্রয়োজন হয় না। যদি আপনার মোবাইল ক্যারিয়ার ইন্টারনেট এর ফাসিলিটি প্রোভাইড করে তাহলে আপনি যে কোন জায়গায় এই কানেকশন ব্যবহার করতে পারবেন।
এই সুবিধা পাবার জন্য আপনার যে এপ্লিকেশন্টির প্রয়োজন হবে তা আপনি গুগল মার্কেট থেকে বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারবেন। এপ্লিকেশন্টির নাম হলো – “PdaNet”। 
প্রথমে আপনাকে এপ্লিকেশন্টি ইন্সটোল করতে হবে। তারপর আপনি USB অথবা BLUETOOTH এর মাধ্যমে আপনার ফোনের ইন্টারনেট কম্পিউটারে ব্যবহার করুন। এছাড়াও অনেক ফোনে মোবাইল এক্সেস পয়েন্ট এর ফ্যাসিলিটি আছে যা আপনি মোবাইল ফোনের সেটিংস এ গিয়ে এক্টিভেট করতে পারবেন।

No comments:

Post a Comment