গত কয়েকমাস যাবত অনেক ধরনের জল্পনা
কল্পনার অবসান ঘটবে এই মাসের ৭ তারিখে। বরাবরের মত অ্যাপেল প্রেমিক অনেকেই অপেক্ষা
করে আছে এই দিনটির জন্য। অ্যাপেলের মত আর কোন প্রোডাক্ট লঞ্চের ব্যাপারে এই ধরনের
অপেক্ষার পালা সাধারনত দেখা যায় না। এর পিছনে অবশ্যই কারন আছে। কারন অ্যাপেলই
কেবলমাএ কোন নতুন কিছুর সুচনা করতে পারে, যা অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্তেরে
কল্পনা করা যায় না। অন্যান্য প্রোডাক্ট কেবলমাএ অ্যাপেলের দেখানো পথ অনুসরন করে
নতুন ইম্প্রুড আরেকটা প্রোডাক্ট লঞ্চ করে, কিন্তু নতুন ইনোভেশন যাকে বলে তা আর হয়
না।
মার্চের ৭ তারিখ সানফ্রান্সিকোর Yerba Buena Center for the Arts এ সকাল ১০ টায় উন্মোচিত
হবে আরেকটি ঐতিহাসিক মূহুর্তের। আমি অধির আগ্রহে অপেক্ষা করছি এর জন্য। কি কি আশা
করা যায় এই অনুষ্ঠানে –
·
আমার ধারনা iPad 3 র থাকবে আরও উন্নতমানের রেটিনা ডিসপ্লে। যা কিনা হবে ২০৪৮ * ১৫৩৬ পিক্সেলের।
·
অ্যাপেলের পাঠানো ইনভাইটেশনে iPad 3 র
যে ছবি সংযুক্ত করা হয়েছে তা থেকে মনে করা হচ্ছে যে iPad 3 র কোন হোম বাটন থাকবে না।
এর পিছনে অনেক যুক্তি দেখানো হয়েছে, যা অনেকের মত আমার কাছেও যুক্তিসংগত মনে হয়েছে।
কারণ অ্যাপেলের iPad 3 তে এখনি মাল্টি জেসচারের অপশন আছে যা কিনা হোমবাটন রিপ্লেস করার
জন্য যথেষ্ট।
·
ধারনা অনুযায়ী প্রসেসরের ক্ষমতাও বাড়ানো
হবে, অনেকের মত প্রসেসর হবে A5X অথবা A6 quad-core।
·
আমার নিজস্ব ধারনা
অ্যাপেল টিভির ব্যাপারেও কোন এনাউন্সমেন্ট থাকতে পারে।
·
তাছাড়াও মনে হয়
নতুন সফটওয়ার আপডেটেড ভারসন এবং নতুন অপারেটিং সিস্টেম “মাউন্টেন লায়নের” অফিশিয়াল
ঘোষনাও দেয়া হবে।
ধন্যবাদ
No comments:
Post a Comment