এখন ইউজার ইন্টারফেস পূর্বের অপশন থেকে শুরু করে নতুন
আরেকটি “কুইক রুট” অপশন পাবে। যা ইউজারকে অ্যাপেলের ম্যাপিং সিস্টেমের মাধ্যমে
টার্ন বাই টার্ন নেভিগেশন ইন্সট্রাকশন দিবে, যার মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই
তাদের ফোনটি লোকেটিংসহ রিপোসেস করতে পারবেন।
অ্যাপেলের এই নতুন আপডেট অনেকখানিই কার্যকর হবে যদি তারা
তাদের ম্যাপিং সফটওয়ারটি ঠিকমতো আপডেট করতে পারে। কেননা এখন অ্যাপেলের এই ম্যাপিং
এপ্লিকেশনটি নির্ভরযোগ্য নয়। অনেকক্ষেতেই দেখা গিয়েছে যে এটি উল্টাপাল্টা ড্রাইভিং
ইন্সট্রাকশন দিচ্ছে।
আশা করছি খুব শীঘ্রই অ্যাপেল তাদের এই এপ্লিকেশনটি
আপডেটের মাধ্যমে ইউজারদের সাহায্য করবে।