আমার মতো অনেকেই হয়তো বা ক্লাউড বেইসড
কম্পিউটিংয়ের প্রতি অনেকখানিই ঝুঁকে পড়েছেন। বাসার কম্পিউটারের হার্ড ড্রাইভের উপর
আর অতখানি ভরসা করতে পারিনা আজকাল। তাছাড়াও ক্লাউড বেইসড ড্রাইভের মূল সুবিধা হল
আপনাকে আর প্রয়োজনীয় কোন ফাইল বহন করবার দরকার পরে না। ইউ এস বি ড্রাইভ মাঝে মাঝেই
করাপ্টেড হয়ে যায়, তাই প্রয়োজনের সময় ব্যবহার করা যায় না।
![]() |
Combine all cloud based drive together |
ক্লাউড বেইসড ড্রাইভের অসুবিধা যেটা আমি
সবসময় ফেস করি তাহল জায়গার অভাব। ফ্রী সার্ভিসে ২ গেগাবাইটের বেশি জায়গা পাওয়া যায়
না ড্রপবক্সে। আবার মাইক্রোসফটের “স্কাই ড্রাইভ” দেয় ৭ গেগাবাইটের ফ্যাসিলিটি,
তাছাড়াও আছে “গুগল ড্রাইভ” যা কিনা দেয় ৫ গেগাবাইট স্টোরেজ, এভারনোট দেয় ৫
গেগাবাইট এবং বক্সনেট দেয় ২ গেগাবাইট। সব মিলিয়ে প্রায় ২০ গেগাবাইটের কিছু বেশি
স্টোরেজ পাওয়া যায়। যা কিনা প্রয়োজনের তুলনায় অনেক বেশি। আমার মোটামুটি সব ক্লাউড
বেইসড সিস্টেমেই একটা করে একাউন্ট আছে।
এখন আরেকটা অসুবিধা হল, আমি কিভাবে সবগুলো
একাউন্টে একসাথে এক্সেস করতে পারব। আলাদা আলাদা লগইন আর পাসওর্য়াড মনে রাখাটাও
অনেকখানি কষ্টদায়ক। তাই না? “HOJOKI” এই এপ্লিকেশনটি কিন্তু সবগুলো ড্রাইভকেই এক
জায়গায় করেছে। এর আরেকটি সুবিধা হল – আলদাভাবে ডিসকাশন করা যায় (যেমন – ফোরামের কথা
বলছি, অথবা গ্রুপ কোলাবরেশন)। আপনি চাইলে আপনার যে কোন ক্লাউড বেইসড ড্রাইভের ফাইল
শেয়ার করা ছাড়াও সেই শেয়ারড ডকুমেন্টের আপডেট অথবা কমেন্ট সরাসরি শেয়ার করতে
পারবেন এই সার্ভিস থেকে এবং এটি সম্পূর্ন ফ্রী এখন পর্যন্ত। চাইলেই অ্যাপেলের
অ্যাপ স্টোর থেকে অথবা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন।
CHECK OTHER POSTS -
- Facebook Search - What is it?
- Dropbox – New Photo Album Option
- How to download YouTube Videos directly to your iPhone/iPad
- Panasonic Introduced New Windows 8 Tablet
- E-Paper Tablets Coming out soon, which is going to change computing forever
- How To: Take a screenshot in Google Nexus Phones
- Touch Controls on Side and Back for Your iPhone
- Rickroll Device - under $200
No comments:
Post a Comment