ফেসবুক তাদের একাউন্ট ইউজারদেরকে ধরে রাখবার জন্য সবধরনের চেষ্টা করছে যাতে তারা গুগল প্লাসে তাদের ফ্রেন্ডসদের ট্রান্সফার করতে না পারে। ফেসবুক ইতিমধ্যেই ইউজারদের ফ্রেন্ড এক্সর্পোট সার্ভিসকে বন্ধ করে দিয়েছে এবং প্রোফাইল থেকে ইউজারদের ইমেইল ঠিকানা অপসারন করছে। আপনি যদি এই অবস্থায় আপনার ফ্রেন্ডদের গুগল প্লাসে ট্রান্সফার করতে চান, তাহলে সবচেয়ে সহজ উপায় হলো Yahoo তে একটি একাউন্ট ওপেন করা এবং আপনার সকল ফ্রেন্ডস একাউন্ট প্রথমে Yahoo তে ট্রান্সফার করুন, তারপর google+ এ।
স্টেপ বাই স্টেপ ইন্সট্রাকশন নিচে দেওয়া হলঃ
১। Yahoo mail Sign up> Contacts Tab > Import Contacts
২। ফেসবুক লোগোতে ক্লিক করুন এবং এপ্লিকেশনকে এলাউ করুন কন্টাককে শেয়ার করার।
৩। আপনার সকল ফেসবুক কন্টাক সিলেক্ট করুন।
৪। এরপর টুলস অপশন এ যান এবং এক্সর্পোট অপশন সিলেক্ট করুন।
৫। আপনার সকল কন্টাক CSV ফরমেটে ডাউনলোড করুন।
৬। এরপর gmail এ লগইন করুন, Contacts tab and create a group named Facebook for your new contacts to land into.
৭। ৬ নং স্টেপ এর পর, more actions tab and press import and select the Yahoo CSV file that you made in step 5.
৮। Go to Google+ and Circles tab, then Add and Invite and they’re all there!
No comments:
Post a Comment