গুগল ম্যাপসে এখন আপনি নির্দিষ্ট লোকেশনের ম্যাপসহ ১০ বর্গমাইল এলাকার ম্যাপ ডাউনলোড করতে পারবেন। যা অফলাইনে ব্যবহার করা যাবে।
এই সুবিধাটি ব্যবহার করতে চাইলে আপনাদের প্রথমেই গুগল ল্যাবে গিয়ে এই ফিচারটি এনএবল করতে হবে, তারপর নির্দিষ্ট ম্যাপে গিয়ে লং প্রেস করলে সেই এলাকার ম্যাপটি ডাউনলোড করা যাবে। এই ফ্যাসিলিটির সুবিধা হল, যে সকল জায়গায় মোবাইল সিগন্যাল দুর্বল অথবা উঁচু বিল্ডিংয়ের জন্য মোবাইলে দ্রুত ডাউনলোড সম্ভব হয় না সে সকল জায়গায় ইহা ব্যবহার করা যাবে।
এছাড়াও যদি আপনি কোন ছুটিতে বেড়াতে যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে সহজেই পাবলিক ট্রান্সপোর্ট প্লানিংসহ, কোথায়, কখন এবং কতক্ষন থাকবেন তাও প্লানিং করা যায় খুব সহজেই। এর ফলশ্রুতিতে আপনারা একটি ওয়েল প্ল্যান্ড ট্যুরও তৈরি করতে পারবেন।
No comments:
Post a Comment