September 29, 2011

New Tablet: AMAZON Kindle Fire


AMAZON এর নতুন ট্যাবলেট “Kindle Fire” এর উন্মোচন করা হল আজকে। এই নতুন ট্যাবলেট যা কিনা সম্পূর্ন রঙিন এবং মূল্য মাএ $ ১৯৯.০০।


অনেক বিশেষজ্ঞদের বিশ্বাস অ্যাপল এর কর্তৃত্ব চ্যালেঞ্জ হতে পারে এই ট্যাবলেটের মাধ্যমে। আমি নিজে অবশ্য তা বিশ্বাস করি না। এইরকম চ্যালেঞ্জ এর ঘোষনা অনেকেই দিয়েছে কিন্তু অ্যাপলের কাছাকাছি কোন প্রোডাক্ট এখন পর্যন্ত মাকের্টে কেউ নিয়ে আসতে পারেনি। না ডিজাইনের দিক থেকে, না অ্যাপসের দিক থেকে এমন কি সিকিউরিটির দিক থেকেও। সব বড় বড় কোম্পানিরাই ঘোষনা দেয় তাদের ট্যাবলেট নাকি Adobe flash চালানোর মত ক্ষমতা রাখে। আমি Personally সবগুলো ট্যাবলেট ব্যবহার করে দেখেছি, কিন্তু RIM এর ট্যাবলেট যা কিনা শুধু flash ই চালাতে সক্ষম অন্য কিছুর জন্য নয়, এছাড়া আর একটি ট্যাবলেট তা করতে পারে না। আর তারা কিভাবে যে Compare করে তাও ঠিক মাথায় আসে না। মোটামুটি সব কোম্পানিই ৭” ট্যাবলেট বের করে আর অ্যাপেলের ট্যাবলেট ৯.৭”, শুধু তাই নয় WI-FI কানেকশন ক্ষমতাও Incomparable অন্য যে কোন প্রোডাক্টের 
সাথে।


AMAZON Kindle Fire, AMAZON এর App Store ব্যবহার করবে App ডাউনলোড করার জন্য। এছাড়াও iPad এর মত এই প্রোডাক্টকে কম্পিউটারে কোনো ব্যাকআপ করা লাগবে না, এটি সরাসরি Amazon's servers এ ব্যাকআপ করবে।

এই প্রোডাক্টি উন্মোচন করার সময় Amazon CEO Jeff Bezos বলেন – এটির বৈশিষ্ট্য হল – “"unbelievable value"iPad এর মত এই প্রোডাক্টকে কোনো ক্যামেরার অথবা মোবাইল ইন্টারনেটের সুবিধা থাকবে না।

এছাড়াও Amazon আরও নতুন কিছু প্রোডাক্টি মার্কেটে আনছে বলে ঘোষনা দেয়। এগুলো হল - Kindle e-readers: the Kindle Touch has a black-and-white screen and will cost $US99; the non-touchscreen Kindle will cost $79.

No comments:

Post a Comment