October 10, 2011

Apple 4S vs Samsung Galaxy S II: why smaller screen size


কিছু নতুন তথ্য আইফোন 4S এর স্ক্রীন সাইজ নিয়ে। কি কারনে আইফোন 4S এর স্ক্রীন সাইজ 3.5" এর বেশি করা হয়নি। যেখানে অ্যান্ডড্রয়েড ফোনে স্ক্রীন সাইজ 3.5" চেয়ে বেশি।

 

ডাস্টিন কার্টিস নামক একজন ডিজাইনার এই ব্যাপারে তার মন্তব্য রাখতে গিয়ে বলেছেন – স্যামসং এর গ্যালাক্সি এস ২ এর স্ক্রিন সাইজ অনেক বড় 4.21" যেখানে আইফোন 4S এর স্ক্রীন সাইজ 3.5", কারন হিসাবে তিনি চিহ্নিত করেছেন – মানুষের থাম্ব বা বুড়ো আংগুলের ব্যবহারকে। যখন আইফোন ব্যবহার করা হয় সকল ব্যবহারকারীরাই তাদের স্ক্রিনের অপরপ্রান্ত স্পর্শ করতে পারে থাম্ব দিয়ে, যেখানে বড় সাইজের স্ক্রিনে এই সুবিধা পাওয়া যায় না। আপনি সহজেই টেক্সট ম্যাসেজ টাইপ অথবা গুগল ম্যাপে সার্চ করতে পারবেন একহাত ব্যবহারের মাধ্যমে সেখানে অ্যান্ডড্রয়েড ফোনে এই সুবিধা কখনই পাওয়া যাবে না। এই থেকে ধারনা করা যায় অ্যাপেল তাদের ডিজাইনকে কতখানি পারফেক্টভাবে ইভালুয়েশন করে।

No comments:

Post a Comment