
নতুন iOS 5 এ, অনেক নতুন ফিচারের মধ্যে আরেকটি হল, আপনি আপনার iPhone 4 অথবা iPhone 4S কে এমনভাবে সেটআপ করতে পারেন, যাতে করে নতুন মেসেজ যখন আসবে তখন ক্যামেরার লেড লাইটটি ফ্ল্যাশ করবে। এই
ফিচারটি অনেক সুবিধাজনক যখন আপনি আপনার মোবাইলের সাউন্ড অফ করে রাখতে চান অথবা
অনেক শব্দযুক্ত এলাকায় থাকেন বা কাজ করেন। নিচের স্টেপগুলো ফলো করুন –
১। আপনার মোবাইলের সেটিংসে যান, তারপর Accessibility অপশনটি সিলেক্ট করুন।
২। স্ক্রল করুন এবং LED Flash for Alerts এর বাটনটি switch to on করুন।
No comments:
Post a Comment