November 01, 2011

How to Transfer Pdf Books and Movies/Videos to iPhone/iPad without using iTunes

PDF Transfer Tricks
আপনি কিভাবে iphone/ipad এ আপনার video অথবা pdf ফাইল ট্রান্সর্ফার করবেন iTune ব্যবহার না করে?
সাধারনত বেশিরভাগ iphone/ipad ব্যবহারকারিরা তাদের ডিভাইসকে ব্যাকআপ করার জন্য তাদের বাসার কম্পিউটারে iTune ব্যবহার করে থাকেন। কিন্তু আপনি যখন অফিসে আছেন বা কোন সাইবার ক্যাফে অথবা বন্ধুর বাসার কম্পিউটারে কোন সুন্দর মুভি ক্লিপ বা গল্পের বইয়ের pdf ভার্সন পেয়েছেন এবং তা আপনি আপনার ipad এ দেখতে চান, তাহলে সবচেয়ে সহজ উপায় হলো গুগলে মেইল করা অথবা গুগল ডকুমেন্টেসে ভিডিওটা পাঠিয়ে (আপলোড) দেওয়া। 



তারপর আপনার iphone/ipad থেকে আপনি সহজেই গুগলে এ্যাকসেস করলে তা আপনি iBooks/ Video তে ডাউনলোড করতে পারবেন। iphone/ipad যেহেতু সবধরনের extension সার্পোট করে না, সেজন্য আপনি “it's Playing” app টি ডাউনলোড করে নিলে সে সমস্যাও সহজেই দূর করা যায়।

No comments:

Post a Comment