March 01, 2012

World's Cheapest and Smallest Computer


Raspberry Pi Comput

পৃথিবীর সবচেয়ে ছোট এবং সবচেয়ে কমদামী কম্পিউটার যা কিনা Raspberry Pi নামে পরিচিত। এই কম্পিউটারের সাইজ মাএ একটি ক্রেডিট কার্ডের সমান এবং মূল্যমাএ $ ৩৫ ডলার। কি কি ফাংশনালিটি আছে এই কম্পিউটারে?

  • ২ টা ইউসবি পোর্ট যা কিনা মাউস এবং কি বোর্ড লাগানোর জন্য ব্যবহার করা যাবে 
  • একটি এইচ ডি ম আই পোর্ট যা আপনি মনিটর অথবা টিভিতে সংযোগ করতে পারবেন 
  • একটি ল্যান পোর্ট যা কিনা ইথারনেট কেবল লাগানোতে ব্যবহৃত হবে 
  • ৭০০ মেগাহার্টজের আরম১১ প্রসেসর 
  • সডি কার্ড রিডার (যা হার্ডড্রাইভ এর পরিবর্তে ব্যবহার হবে) 
  • ২৫৬ মেগাবাইট র‍্যাম

Raspberry Pi লিনাক্সের উবুন্তো অপারেটিং সিস্টেম দ্বারা চালিত হয়। এই কম্পিউটারটি তৈরি করা হয়েছে এডুকেশনাল কাজে, যাতে প্রতিটি শিশুই কম্পিউটারে বেসিক স্কিল লাভ করতে পারে ভবিষ্যতে কাজে লাগানোর জন্য।

No comments:

Post a Comment