March 02, 2012

Apples AirPlay Option for iPad and iPhone 4S


Reflection Airplay in Action
অ্যাপেলের নতুন অপশন আসছে যার মাধ্যমে “এয়ারপ্লের” ফ্যাসিলিটি সংযোজিত হবে এর কম্পিউটার প্লাটর্ফমে। সহজভাবে বলতে গেলে এখন আপনি সরাসরি আপনার আইপ্যাডের স্ক্রীন শেয়ার করতে পারেন না আপনার ম্যাক কম্পিউটারে। নতুন অপারেটিং সিস্টেম “মাউন্টেন লায়নে” এই অপশনটি অ্যাপেল যোগ করছে।

শুধু তাই নয়, ইচ্ছা করলে আইফোন ৪স এর স্ক্রীনও শেয়ার করা যাবে। অনেক ব্লগারদের জন্য এই অপশনটি অনেক কার্যকরী, যখন আপনি কোন ভিডিও পোষ্ট করতে চান। এখন পর্‍্যন্ত এই ফ্যাসিলিটি ডেভেলপমেন্ট পর্‍্যায়ে থাকলেও, আপনি ম্যাকের এপস্টোর থেকে আরেকটি থার্ড পার্টি সফটওয়ার যা কিনা “রিফ্লেকশন” নামে পরিচিত তা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। যা প্রায় সমান ফাঙ্কসনালিটি দিয়ে থাকে। এই সফটওয়ারটি মোটামুটি ঠিকমতই কাজ করে যদি না খুব বেশি গ্রাফিকাল গেমস চালনা করা না হয়।

No comments:

Post a Comment