![]() |
| Picture from : http://www.tinhte.vn |
রিম – রিসার্চ
ইন মোশন, খুব শীঘ্রিই বাজারে ছাড়তে তাদের বহুল আলোচিত নতুন একটি ফোন। এই ফোনটি
তাদের এল সিরিজের অন্ত্রভুক্ত হবে। একসময়ে রিমের ব্ল্যাকবেরী সবচেয়ে বিশ্বস্ত ফোন
ছিল কর্পোরেট লেভেল ব্যবহারের জন্য। কিন্তু গত কয়েক বছরে তাদের মার্কেট শেয়ার আর
প্রোডাক্ট ডিজাইন অ্যাপেল আর এনড্রয়েড অপারেটিং সিস্টেমর সাথে পাল্লা না দিতে
পারাতে অনেক অনেকখানিই পিছিয়ে পরেছে।
নতুন
ব্ল্যাকবেরির এই ফোনটি তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম ব্ল্যাকবেরি ১০ দ্বারা চালিত
হয়। এছাড়াও প্রোডাক্টির ইন্টারনাল ডিজাইনও অনেকখানি নতুনত্বের পরিচয় দিয়েছে। এখন
শুধুই সময়ের ব্যাপার, এই নতুন ফোনটি মার্কেটে ইউজারদের মধ্যে কতখানি সারা জাগাতে
পারবে তা দেখার।
এখন পর্যন্ত
পুরোপুরি কনফিগারেশন জানা যায়নি এই ফোনটির। তবে পূর্বের মিডিয়া লিক থেকে যতখানি
জানতে পেরেছি তা হল এই ফোনটি নতুন অনেক অপশন আসছে তা এখন পর্যন্ত অন্যান্য ফোনে
আসেনি – কিন্তু কি তা সঠিকভাবে বলতে পারছি না।
![]() | |
|
প্রোডাক্টের
হার্ডওয়ারের যে সকল ছবি লিক হয়েছে তা তে দেখা যাচ্ছে যে, এটার ইন্টারনাল ডিজাইন
অনেকখানিই অ্যাপেলের মত। এখনকার যে কোন স্মার্টফোনই অনেকখানিই ডিপেন্ড করে কি কি
ধরনের এপ্লিকেশন ইউজাররা ব্যবহার করতে পারবে তার উপর। রিম কি পারবে অ্যাপেল ও
এনড্রয়েডর সাথে টিকে থাকতে ? আমার জানা মতে –
১. বিবি১০
অপারেটিং সিস্টেম গত দুইবছরে কোনো আপডেট করা হয়নি, যা কিনা ইউজারদের অনেকখানি সময়
পাইয়ে দিয়েছে অ্যাপেল অথবা এনড্রয়েডের দিকে ঝুকে পরবার জন্য।
২. সবচেয়ে
বেশি অসুবিধা হল, এপ্লিকেশন ডেভেলপাররা অনেকবেশি পচ্ছন্দ করে আইফোন অথবা
এনড্রয়েডের জন্য, কেননা এই প্লার্টফর্মে ইতিমধ্যেই অনেক ইউজার আছে এবং তাদের
এপ্লিকেশনগুলো খুব দ্রুত বিক্রি হয়।
৩. বিবি১০ র
হয়তো কিছু নতুন ফিচার আছে, কিন্তু সত্যিই কি তা অন্যান্য কোম্পানিকে পাল্লা দিতে
পারবে?
ধারনা করা হচ্ছে
এইফোনটি ২০১৩ র জানুয়ারির ৩০ তারিখে মার্কেটে আসবে।

