ড্রপবক্স একটি ফাইল শেয়ারিং সার্ভিস, যা কিনা ড্রপবোক্স
ইন্সুরেন্স দ্বারা হোস্টিং করা হয়েছে। এই সার্ভিস ইউজারদের ক্লাউড বেইসড স্টোরেজ,
ফাইল শেয়ারিং এবং ক্লায়েন্ট সফটওয়ারের সুবিধা দিয়ে থাকে।
ড্রপবক্স ইউজারদের জীবনকে অনেকখানিই সহজ করেছে। পূর্বে
কখনও প্রয়োজনীয় ফাইল এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা ইউএসবির
ব্যবহার করতাম। কিন্তু ড্রপবক্স এর বদৌলতে এখন আর তার প্রয়োজন হয় না।
ইউএসবি ব্যবহারের অনেক সুবিধা এবং অসুবিধাও আছে। ইউজাররা
হয়তো জানেই না যে তাদের কম্পিউটার ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে এবং প্রয়োজনীয় কোন
ফাইল কপি করবার পর যখন ল্যাবে অথবা অন্যকোন কম্পিউটারে ব্যবহার করতে গেলে ভাইরাস
এলার্ট পায় তখন সময়ের কারণে হয়তো তাদের এসাইন্টমেন্ট জমা দিতে পারে না। অথবা বাসা
থেকে বের হবার সময় তারাহুড়োতে ইউএসবিটি ফেলে এসেছে। এইরকম না না অসুবিধার হাত থেকে
বাচাঁর উপায় হল এই ড্রপবক্স।
Video Collected from YouTube
ড্রপবক্স যেহেতু ক্লাউড বেইসড সেজন্য ইউজারদের অবশ্যই
ইন্টারনেটের সংযোগ থাকতে হবে, এই ফ্যাসিলিটিটি ব্যবহার করতে চাইলে। নানাভাবে এই
সার্ভিসটি ব্যবহার করা যায় – সবচেয়ে সুবিধাজনক হল ড্রপবক্স ক্লায়েন্ট সফটওয়ারটি
কম্পিউটারে ডাউনলোড করে নিলে। যা কিনা ইউজারদের কম্পিউটারে নতুন আরেকটি ফ্লোডার
হিসাবে দেখা যাবে এবং ইউজাররা তাদের নিজেদের সুবিধা অনুযায়ী ফোল্ডারের মধ্যে তাদের
প্রয়োজনীয় ফাইলগুলোকে সাজিয়ে রাখতে পারবেন। কোনো ইউজারদের যদি একের অধিক কম্পিউটার
অথবা স্মার্টফোন অথবা ট্যাবলেট থাকে এবং প্রতিটিতেই যদি ড্রপবক্স ইন্সটল থাকে,
তাহলে যেকোন জায়গাতে ফাইল সংযোজন করলে তা অটোমেটিক্যালি সিনক্রোনাইজইড হয়ে যাবে
অন্যান্য সব ডিভাইসগুলোতে।
এছাড়াও ডাইরেক্টলি ড্রপবক্স এর ওয়েবসাইটে
লগইন করার মাধ্যমেও ফাইল ডাউনলোড এবং আপলোড করা যায়। বড় আরেকটি সুবিধা হল ফাইল
শেয়ারিং। পূর্বে ইমেইলের মাধ্যমে আমরা
সবাই ফাইল শেয়ার করতাম এবং রিসিভাররা ফাইল আপডেট করে পাঠাতে চাইলেও একই
স্টেপ ব্যবহার করতেন। কিন্তু এই সার্ভিস্টির সুবিধা হল, আপনি ডাইরেক্টলি ফাইল
শেয়ার করতে পারবেন এবং কোন ধরনের ইমেইল করবার প্রয়োজন হবে না। আরও সুবিধা হল, যার
সাথে ফাইল শেয়ার করছেন তাদের যদি ফাইল আপডেটের পারমিশন সিলেক্ট করে দেন, তাহলে
তারা ঐ শেয়ারড ফাইলটি যখনই আপডেট করবে, আপনার ভার্সনটিও আপডেট হয়ে যাবে। এই সার্ভিসটি অনেকখানিই
সুবিধাজনক বন্ধুদের মধ্যে ফাইল আদানপ্রদানের জন্য অথবা টিচারদের সাথে স্টুডেন্টদের
পেপার ম্যাটেরিয়াল সমন্ধ্যে আলোচনা ছাড়াও, বড় বড় কোম্পানিগুলোতে ইন্টারনাল
ডকুমেন্টস আদানপ্রদানের জন্য।
ড্রপবক্স কারেন্টলি তাদের সার্ভিসটিকে আরও উন্নত করবার কাজ করে যাচ্ছে। নতুন ছবি আপলোড এবং শেয়ার
করার সার্ভিসটিও তারা চালু করেছে। যেহেতু তাদের সার্ভিসের সিকিউরিটি অনেকভালো তাই
কর্পোরেট লেভেলেও এই সার্ভিসটি ব্যবহ্রত হচ্ছে আজকাল।
যে কেউই ড্রপবক্স এর একাউন্ট ওপেন করতে পারেন, দরকার শুধুই আপনাদের ইমেইল
এডেস্রের। এবং ফ্রি ভার্সনটি ইউজারদেরকে ২ গেগাবাইট জায়গা দেবে ক্লাউডে ফাইল স্টোর
করবার জন্য। ইচ্ছে করলেই স্টোরেজের পরিমাণ বাড়ানো যায় তবে তার জন্য এক্সট্রা
পেমেন্ট করতে হয়।

