অনেকেই হয়তো বা ইতিমধ্যেই জেনে গেছেন যে,
কিভাবে আপনারা ইউটিউব ভিডিও সরাসরি যেকোন আইওএস ডিভাইসে (আইপ্যাড অথবা আইফোনে) ডাউনলোড
করতে পারবেন এবং পরবর্তীতে ট্রান্সফার করতে পারবেন ক্যামেরা রোলে। এই টিউটোরিয়ালটি
সেইসকল ইউজারদের জন্য যারা এখনো পুরোপুরি জানেন না এই ট্রিক্সটি।
আইওএস ডিভাইসের প্রবলেম হল, যে কোন ভিডিও
সরাসরি ক্যামেরা রোলে (যা কিনা আইফোন এবং আইপ্যাডের নেটিভ প্রোগাম) ট্রান্সফার করা
যায় না, ব্যবহার করতে হয় আইটিউনকে। ধরুন আপনি একটি ভিডিও ইউটিউবে দেখছেন এয়ারপোর্টের
ফ্রী ওয়াই ফাইয়ের ফ্যাসিলিটি ব্যবহার করে, কিছুক্ষনের মধ্যেই ফ্লাইটে উঠতে হবে এবং
চাচ্ছেন যে ভিডিওটির শেষটুকু ফ্লাইটে বসে দেখবেন। এও জানেন যে ফ্লাইটে কোন ওয়াই
ফাইয়ের ফ্যাসিলিটি নেই, সেইক্ষেত্রে কি করবেন। ছোট একটি এপ্লিকেশন আপনাকে ডাউনলোড
করতে হবে অ্যাপ স্টোর থেকে যা কিনা ফ্রী। এপ্লিকেশনটির নাম হল – “ফ্রী ভিডিও”। এই এপ্লিকেশনটির
নিজস্ব ব্রাউজার ব্যবহার করে আপনারা ডাউনলোড করতে পারবেন যে কোন ইউটিউব ভিডিওকে।
কেন এটি ব্যবহার করবেন, কেননা মার্কেটে আরও
অনেক ডাউনলোড ম্যানেজারের মত এপ্লিকেশন আছে? এটির বৈশিষ্ট্য হল এই এপ্লিকেশনটি
যদিও ভিডিওটি তাদের এপ্লিকেশনের মধ্যে ডাউনলোড করে, পরে আপনি চাইলে এই ডাউনলোডেড
ভিডিওটি প্রেস করলে অপশন পাবেন তা ক্যামেরা রোলে ট্রান্সফার করার। এই ছোট্ট এপ্লিকেশনটি
শুধুমাত্র ইউটিউব থেকে নয় আরও অন্যান্য ওয়েবসাইট থেকেও ভিডিও ডাউনলোড করতে পারে।
কিন্তু যেহেতু আইওএস কেবলমাত্র এমপি৪ ভিডিও দেখাতে পারে অন্যান্য ভিডিও এক্সটেশন
চালাতে পারেনা তাই জন্য এই টিউটোরিয়ালে আমি কেবল ইউটিউবের কথা বললাম।
পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের ব্যাখ্যা করব
আপনারা কিভাবে যেকোন ভিডিও ডাউনলোড করতে পারবেন এই এপ্লিকেশনটির মাধ্যমে এবং দেখতে
পারবেন যেকোন আইপ্যাডে এবং আইটিউনের দরকার পরবে না কোন ক্ষেত্রেই।
সরাসরি এপ্লিকেশন ডাউনলোড লিঙ্ক - ফ্রী ভিডিও
Related Topics & Links:
- Add Multiple Google Calender into your iPhone/iPad
- Quick Preview Documents in Google Drive
- How To Download Google Maps For Specific Locations
No comments:
Post a Comment