January 12, 2013

Quick Preview Documents in Google Drive || Bangla Technology Updates||


আমি আমার ক্লাউড বেইসড কম্পিউটিংয়ের জন্য প্রায় প্রতিদিনই, গুগল ড্রাইভ এবং ড্রপবক্স ব্যবহার করে থাকি। মাঝে মাঝে একটু কষ্টক্র হয়ে যায় যখন গুগল ড্রাইভ ব্যবহার করি। কেননা এতদিন আমি জানতাম না কিভাবে কোন একটা ডকুমেন্ট না খুলে এর একটি প্রিভিউ দেখা যায় গুগল ড্রাইভে। তাই ফোল্ডারে সঠিক ফাইলটা খুঁজে পাবার জন্য আমার বেশ কিছুটা সময় ব্যয় হত প্রতিদিন।


Google,Drive,Quick Preview,Documents, BanglaTechNews, Technology news in Bangla
Google Drive: Quick Preview Documents
গুগলের ড্রাইভে যদি আপনারা একটি নির্দিষ্ট ফ্লোডারে একটি নির্দিষ্ট ফাইল খুঁজে পেতে চান, তা সহজেই করা যাবে। ফ্লোডারটা সিলেক্ট করবার পর রাইট ক্লিক করলে এটি “ওপেন” অপশন দেয়, যদি আপনি ওপেন অপশনটি সিলেক্ট করেন তাহলে এটি ঐ ফ্লোডারের মধ্যে যে সকল ফাইল আছে তার একটি প্রিভিউ দেখায় এবং আপনি খুব সহজেই আপনার প্রয়োজনীয় ফাইলটি খুঁজে পেতে পারবেন এইভাবে।
Google, Drive, Quick Preview,Documents
Quick Preview



No comments:

Post a Comment