January 24, 2013

New Mobile Operating System: Firefox OS

Firefox introducing new phone in the market “Firefox Phone”

অনেকদিন যাবত মার্কেটে গুজব শোনা যাচ্ছিল যে, বহুল ব্যবহৃত ওয়েব ব্রাউজার “ফায়ারফক্স” (মোজজিলা কোম্পানির) মোবাইল প্লাটফর্মের উপর কাজ করছে। কিন্তু এই গুজব এখন বাস্তবে পরিণত হতে যাচ্ছে খুব শীঘ্রই। এটা ধারনা করা হচ্ছে যে, আগামী মাসে “মোজজিলা” তাদের মোবাইল অপারেটিং সিস্টেমটি মার্কেটে ছাড়তে যাচ্ছে। গতকাল তারা ডেভেলপারদের অনুরোধ করেছে যে, ফায়ারফক্স অ্যাপ মার্কেটের জন্য এপ্লিকেশন তৈরি করার। যাতে সাধারন ইউজাররা সহজেই এই সকল এপ্লিকেশনগুলো নতুন অপারেটিং সিস্টেমের প্লাটফর্মে ব্যবহার করতে পারে।

Firefox OS, Phone, New Mobile Operating System, Blackberry OS, Ubuntu, iOS
FireFox Mobile Operating System

Firefox vs Android Platform


অনেকেই ধারনা করছে যে, মোজজিলার এই অপারেটিং সিস্টেমটি অনেকখানিই শক্তিশালী হবে এনড্রয়েডের মত। কেননা এই প্লাটফর্মটিও এনড্রয়েডের মত “ওপেন সোর্সড”। এবং যে কোন কোম্পানিই তাদের ইচ্ছে মত এই প্লাটফর্মটিকে কাস্টোমাইজড করতে পারবেন।


Different Type of Mobile Operating Systems


এখন মার্কেটে ৪র্থ মোবাইল অপারেটিং সিস্টেম সংযোজিত হল – অ্যাপলের আইওএস, গুগলের এনড্রয়েড, লিনাক্সের উবুন্তু এবং মোজজিলার ফায়ারফক্স অপারেটিং সিস্টেম। অবশ্য আরও একটি অপারেটিং সিস্টেম আছে, যা কিনা সেরকম সারা পায়নি তাহল – ব্লাকবেরির মোবাইল অপারেটিং সিস্টেম।

মার্কেটে মোবাইল অপারেটিং সিস্টেম বাড়ার সাথে সাথে বড় বড় কোম্পানিদের মধ্যে কম্পিটিশনও বাড়ছে একই হারে। যাতে করে সাধারন ইউজাররাই বেশি লাভবান হচ্ছে, কারন যত বেশি কম্পিটিশন ততবেশি ভালো প্রোডাক্ট এবং তা সুলভ মূল্যে। এখন শুধুই অপেক্ষার পালা, অ্যাপেল তাদের অপারেটিং সিস্টেমে কি কি ধরনের সুবিধা নিয়ে আসে। এটা অনেকেই স্বীকার করে না, কিন্তু মোবাইল প্লাটফর্মের পাওনিয়ার হল অ্যাপেল, এবং এখন পর্যন্ত তাদের অপারেটিং সিস্টেম যে সকল বৈচিত্র্য দিতে পারে, তা অনেক প্লাটফর্মেই এখনও আসেনি।

Firefox Mobiles introduced by GeeksPhone


ফায়ারফক্স অপারেটিং সিস্টেমের ফোন মার্কেটে আনছে “গিকসফোন” নামক কোম্পানি। তারা বাজারে ছাড়তে যাচ্ছে দুই ধরনের ফোন – “কিওন এবং পিক”। কিওন ফোনটি তুলনামূলক কমদামের এবং কম পাওয়ারফুল। এটিতে থাকছে – কোয়ালকমের স্নাপ ড্রাগন এস ১, ১ গেগাহার্টজ প্রসেসর, থ্রি জি এইচ এস পি এ, ৪.৩ ইঞ্চি স্ক্রিন সাইজ, ৩ মেগাপিক্সেল ক্যামেরা, ৪ গেগাবাইট রোম এবং ৫১২ মেগাবাইট র‍্যাম। আর পিকে থাকছে একি স্ক্রিন সাইজ কিন্তু স্নাপ ড্রাগন এস ৪, ১.২ গেগাহার্টজ প্রসেসর, ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ১৮০০ মিলিঅ্যাম্পের ব্যাটারি।

No comments:

Post a Comment