January 26, 2013

Twitter Introduced New Video App : Vine

How-To: use this new application


টুইটার গতকাল মার্কেটে তাদের নতুন এপ্লিকেশন “ভাইন” প্রথমবারের মত ইন্ট্রোডিউসড করেছে। এই এপ্লিকেশনের মাধ্যমে ইউজাররা খুব ছোট ছোট মুভি ক্লিপ তৈরি করতে পারবেন (৬ সেকেন্ডেস) এবং পরবর্তীতে এই মুভি ক্লিপগুলো আপনারা সোশাল নেটওয়ার্ক – ফেইসবুক, টুইটার এবং ভাইন এপ্লিকেশনের মাধ্যমে শেয়ার করতে পারবেন। এই ছোট ছোট ক্লিপগুলো “জিফ ইমেজের” মত কাজ করবে এবং যতক্ষন পর্যন্ত না মুভিতে ক্লিক করা হবে ততক্ষণ পর্যন্ত চলতেই থাকবে।

Vine app, Twitter New Video Share App, Twitter Vine App, Social, Video App
New App From Twitter: Vine


এই এপ্লিকেশনটি আপাতত কেবলমাত্র iOS AppStore থেকে ফ্রীতে ডাউনলোড করতে পারবেন। কেবলমাত্র  আইফোন এবং আইপোড টাচে ব্যবহার করা যাবে। কিভাবে এই এপ্লিকেশনটি ব্যবহার করবেন –
  •  প্রথমে এপ্লিকেশনটি ডাউনলোড করবেন অ্যাপ স্টোর থেকে।
  • এপ্লিকেশনটি যখন ওপেন করবেন, তখন ভাইন স্টান্ডার্ড পারমিশন চাইবে – যেমন – পুশ নোটিফিকেশন অথবা লোকেশন একসেসের পারমিশন। তারপর আপনি আপনার টুইটার একাউন্টের মাধ্যমে অথবা ই-মেইল এড্রেসের মাধ্যমের লগইন করতে পারবেন।
  • টুইটার একাউন্ট ব্যবহার করলে, ভাইন আপনার একটি প্রোফাইল তৈরি করবে একি ইনফরমেশন ব্যবহারের মাধ্যমে। এই স্টেপে চাইলে আপনি আপনার নাম চেঞ্জ করতে পারবেন এবং ফোন নাম্বারও সংযোজন করতে পারবেন।
  • সাইন-আপ প্রসেস শেষ হলে আপনি লান্ডিং পেজে আসবেন। এই পেজটি দেখতে অনেকখানিই ইন্সটাগ্রাম ফীডের মত – পার্থক্য কেবল এটি ভাইন ক্লিপস, ইন্সটাগ্রাম ফোটো নয়। ভাইন প্রথমে কেবল ইডিটর চয়েজের ক্লিপ দেখাবে যতক্ষন না আপনারা কাউকে ফোলো না করছেন।
  • ভাইনে অপশন আছে আপনার এড্রেস বুক সার্চ করার অথবা টুইটার এবং ফেইসবুক থেকেও আপনার বন্ধুদের এ্যাড করতে পারবেন।
  • এরপর আপনি রেকর্ড করা শুরু করতে পারবেন। যখন রেকর্ড শেষ হবে তখন এপ্লিকেশনটি আপনাকে একটি প্রিভিউ দেখাবে। তারপর আপনি চাইলে ফেইসবুক এবং টুইটারে শেয়ার করতে পারবেন; কিন্তু শুধুমাত্র টুইটার অথবা ফেইসবুকে শেয়ার করা যাবে না। দুই জায়গাতেই শেয়ার করতে হবে।
  • যদি আপনি শেয়ার করতে না চান তাহলে, “শেয়ার অন ভাইন” আনচেক করুন এবং তারপর “ডান বাটনে” ক্লিক করলে ভিডিওটি আপনার ক্যামেরা রোলে সেইভ হবে।

Cons of Vine Application

  • ভাইনের অসুবিধা হল, ভাইনের প্রোফাইল সবসময় পাবলিক। তাই না, চাইলেও সবাই আপনার ভিডিওটি দেখতে পারবে।

No comments:

Post a Comment