January 07, 2013

Touch Controls on Side and Back for Your iPhone


CanopySensus – এই প্রথমবারের মত আইফোনের জন্য একটি নতুন কেসিং বাজারে আনতে যাচ্ছে, যার মাধ্যমে ইউজাররা তাদের আইফোনের টাচ ক্যাপাবিলিটি বাড়াতে পারবেন। এই কেসিংটি মাল্টিটাচ ক্যাপাবিলিটি সম্পন্ন এবং আইফোনের এপ্লিকেশনগুলোকে কন্ট্রোল করা যাবে এর সাইড এবং পিছনের অংশ থেকে।

Canopy Sensus, Touch, Casing, iPhone, Braille, Text,Type
Canopy Sensus Casing

সেনসাসের এই কেসিংটি দেখতে সাধারন কেসিংয়ের মতই, যা কিনা আইফোনকে প্রটেক্ট করবে এবং কেনোপির ভাষ্য মতে এটি অন্যান্য কেসিং থেকে প্রটেক্টশনের দিক থেকে সুপিরিয়র হওয়ার সাথে সাথে বাড়তি এই টাচ ক্যাপাবিলিটিও দিবে। ইচ্ছে্মতো “সোয়াইপ” অথবা “স্ক্রলিং” ফাংশনের মত কাজগুলো ইউজাররা ব্যবহার করতে পারবেন অন্যান্য এপ্লিকেশনের সাথে। এটি গেমিংয়ের জন্য অনেকখানিই সুবিধাজনক হবে।

যে সকল আইফোন ইউজার চোখে দেখতে পারেন না, তারা এই কেসিংটির মাধ্যমে তাদের অডিও টেক্সট শুনতে পারা ছাড়াও braille টেক্সট ও লিখতে পারবেন।

কেনোপি ধারনা দিয়েছে যে এই বছরের শেষ নাগাদ তারা এই প্রোডক্টটি মার্কেটে ছাড়বে। এটির মূল্য এখনও ঠিক করা হয়নি। কিন্তু তাদের মতে এটির দাম $১০০.০০ নিচে হবে।
Link : CNET

No comments:

Post a Comment