January 08, 2013

How To: Take a screenshot in Google Nexus Phones


গুগলের নেক্সাস ফোন লাইন একটু আলাদা অন্যান্য এনড্রয়েড ফোনের থেকে। নেক্সাস ফোন লাইনে হোমবাটন টাচ বেইসড এবং এপ্লিকেশনের উপর বেইস করে এটিকে হিডেন অবস্থায়ও রাখা যায় । অন্যান্য এনড্রয়েড ফোনে পাওয়ার এবং হোম বাটন একসাথে ক্লিক করার মাধ্যমে স্ক্রিনশট নেওয়া যায় সহজেই। কিন্তু যেহেতু নেক্সাসে হোমবাটন টাচ বেইসড এটি করা সম্ভব নয়।

How To Take a screenshot in google nexus phone
Google Nexus
স্ক্রিনশট অনেক সময় খুব প্রয়োজনীয় হয়ে দেখা দেয়, ধরুন আপনি একজন বন্ধুকে আপনার হোম স্ক্রিনের ছবি পাঠাতে চান বা কাউকে সাহায্য করছেন ফোনের ফাংশনালিটি বোঝানোর জন্য; এইসকল ক্ষেত্রে স্ক্রিনশট থাকলে বোঝানোটা খুব সহজ হয়ে যায়। কিভাবে নেবেন স্ক্রিনশট?

গুগল তার নেক্সাস লাইনে এটি খুব সহজ করে দিয়েছে। ইউজারকে তাদের ফোনে পাওয়ার বাটন এবং ভলিউম ডাউন বাটনটি একইসাথে প্রেস করে ধরে থাকতে হবে কিছুসময়, তাহলেই এটি কারেন্ট স্ক্রিনের একটি শট নিবে, যা আপনি ইচ্ছে করলেই শেয়ার করতে পারবেন অন্যান্যদের সাথে ফেইসবুকে অথবা অন্য কোন ফেভারেট সাইটে।




No comments:

Post a Comment