সাপ্তাহিক বাংলা টেকনোলোজি নিউজ –
১। ইউটিউব খুব শীঘ্রই মার্কেটে তাদের
আরেকটি নতুন ফিচার ছাড়তে যাচ্ছে, যা ইউটিউব রিমোট নামে পরিচিত। এর মাধ্যমে ইউজাররা
তাদের মোবাইল ডিভাইসকে ইউটিউব রিমোট হিসাবে ব্যবহার করতে পারবে। মোবাইল ডিভাইস
থেকে “সেন্ড টু টিভি” অপশন দিয়ে সহজেই আপনার টিভিতে ভিডিওটি ট্রান্সফার করা যাবে।
বিস্তারিত এখনও জানা যায়নি, এই অপশনটি তারা সিইএস শোতে প্রর্দশন করবে। বুঝতে
পারছিনা এটার উপকারিতা কতখানি হবে। কেননা সব টিভিতেতো ইন্টারনেট কানেকশন
ফ্যাসিলিটি নেই আর স্মার্ট টিভিগুলোতে ইতিমধ্যেই ইউটিউবের অ্যাপ ইন্ট্রিগেটেড
অবস্থায় আসে।
২। ফেইসবুক এখন ভয়েস মেইল এবং ভয়েস কলিঙয়ের ফ্যাসিলিটি
দিচ্ছে শুধুমাত্র কানাডাতে –
এখন থেকে ফেইসবুক কানাডার ইউজাররা তাদের
ফেইসবুক মেসেজ থেকে অন্যান্য ফেন্ড্রস ইউজারদের ভয়েস মেইল করতে পারবে। এই নতুন
অপশনটি তারা তাদের নতুন রিলিজে সংযোজন করেছে অ্যাপেল এবং এন্ড্রয়েড উভয়
প্লার্টফর্মেই। এটা গুজব শোনা যাচ্ছে যে তারা এখন “ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকলের”
উপর কাজ করছে, তার মানে শীঘ্রই কল করার অপশন হয়তো আসছে।
৩। নতুন ব্লু টুথ স্টিকার যা কিনা সাহায্য করবে
জিনিসপত্র খুজে পেতে
স্টিকএন্ড ফাইন্ড যার ফাউন্ডার হল জিমি
বুক্কিম, তার নতুন ইনভেনশন হল এই ব্লু টুথ স্টিকার। এটি আপনি যে কোন জিনিস যেমন – গাড়ির
চাবি অথবা বই অথবা ঘড়ি এরসাথে স্টিক করে দিলে, আপনার মোবাইল ফোনে এর অ্যাপ ব্যবহার
করে লোকেট করতে পারবেন। এটি আসলে আপনার মোবাইলকে একটি রাডার এ পরিণীত করে এবং ব্লু
টুথ থেকে সিগন্যাল রিসিভের মাধ্যমে জানায় জিনিসটি আপনি কোথায় রেখেছেন।
৪। স্যামসংয়ের নতুন ইভিলিউশন কিট যা কিনা ২০১২ এর
স্মার্ট টিভিকে আপগ্রেড করবে ২০১৩র স্মার্ট টিভিতে।
৫। অ্যাপেলের “ডু নট ডিস্ট্রাব” অপশনটি কাজ করবে না
জানুয়ারির ৭ তারিখ পর্যন্ত
৬। উবুন্তু তাদের নতুন মোবাইল আপলিকেশন ছাড়তে যাচ্ছে এই
বছরে
No comments:
Post a Comment