Canonical আজ ঘোষণা দিয়েছে যে তারা Ubuntu অপারেটিং সিস্টেমকে মোবাইল প্লাটফর্মে খুব শীঘ্রই নিয়ে আসছে। তারা আজ প্রথমবারের মতো মোবাইল ভার্সন Ubuntu যা কিনা এখন android kernel এবং driver ব্যবহারের মাধ্যমে এই অপারেটিং সিস্টেম চালাবে বলে জানিয়েছে। এই মোবাইল ভার্সনটি মোবাইল প্লাটফর্মের সুবিধাতো দিবেই, আবার যদি এটিকে ডেস্কটপ ডকে লাগানো হয় তাহলে সম্পূর্ণ লিনাক্স বেসড অপারেটিং সিস্টেমরও সুবিধা দিয়ে থাকবে।
ইউজাররা ইচ্ছে করলেই এই ডকের সাথে এক্সটার্নাল কিবোর্ড এবং মাউস ব্যবহার করতে পারবেন। আপাতত এটি android ফোনের সাথে ছাড়া হবে ২০১৩ সালে, কিন্তু তারা আরো জানিয়েছে যে, ২০১৪ নাগাদ ফুল ভার্সন এর উবুন্তু মোবাইল ফোন মার্কেটে আনবে। ইচ্ছে করলে ইউজাররা এই মোবাইল উবুন্তু galaxy nexus ফোনে ডাউনলোড এবং ব্যবহার করতে পারবেন খুব শীঘ্রই।
Links:
No comments:
Post a Comment