সম্প্রতি মিনি ডিসপ্লে HDMI cables কে অবাঞ্চিত ঘোষনা করা হয়েছে, যা MacBook প্রো এ ব্যবহৃত হয় হাই-ডিফিনিশন টেলিভিশনে ডিসপ্লে ট্রান্সফার করার জন্য।
সমস্ত HDMI পণ্য সাধারনত কমপ্লাইন্স টেস্ট এর মধ্যে দিয়ে যেতে হয়। সিটিএস পরিষ্কারভাবে নির্ধারন করে দিয়েছে HDMI কেবল এর জন্য কি ধরনের মান নিয়ন্ত্রন করতে হবে। কিন্তু যেহেতু এই নতুন প্রোডাক্টটি সিটিএস এর তালিকাভুক্ত নয় এবং কোন ধরনের মান নিয়ন্ত্রনের স্পেশিফিকেশন নির্ধারন করা হয়নি তাই তারা এই প্রোডাক্টটিকে নন- কমপ্লায়েন্স বলে ঘোষনা করে।
এর ফলস্রুতিতে এই ধরনের প্রোডাক্টকে আনলাইন্সেস প্রোডাক্ট বলে ঘোষনা করা হয় এবং ইহার বিক্রিকে স্থগিত করা হয়। তাই এখন থেকে যা MacBook প্রো ব্যবহারকারিরা HDMI Female dongles কিনে তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়।
No comments:
Post a Comment