Google+ হল Google এর একটি top-secret প্রোজেক্ট সোসালাইজিং করার। অনেকটা facebook এর মতই। তবে এ প্রোগাম অনেক বেশি অফার করে নিজের মত করে নিজের সোসাল সাইটকে মোডিফাই করার। আপনারা চাইলেই ডিফারেন্ট সার্কেল তৈরি করতে পারেন। যেমন – ফ্যামিলি, Friends, Colleagues etc এবং বিভিন্ন ধরনের সিকিউরিটি রেস্টিকশন দিতে পারবেন এইসব সার্কেলে। আপনি ইচ্ছা করলে কেবলমাএ নির্দিষ্ট ছবি বা কোমেন্ট নির্দিষ্ট সার্কেলে পোস্ট করতে পারবেন যা অনান্য লোকেরা বা Friend রা দেখতে পারবে না। এছাড়াও আলাদা গ্রুপ তৈরি করে নির্দিষ্ট বন্ধুদের কেবল Hangout request ও পাঠাতে পারবেন। আরও সুবিধার মধ্যে আছে গুগলের ফ্রী – পিকাসা, ব্লগ, ডকুমেন্টসহ বিভিন্ন প্রোগামকে এক জায়গায় ব্যবহার করা এবং সহজেই তা অনান্যদের সাথে শেয়ার করা। এছাড়াও আপনি চাইলেই সবকিছু ডাউনলোড করতে পারবেন একটি সিংগেল জিপ ফাইল হিসাবে ক্যারি করার জন্য।
No comments:
Post a Comment