September 25, 2011

Aperture Explained in Simple Terms

Aperture একটি ইম্পর্টান্ট ফিচার ফটোগ্রাফির জন্য. Aperture আসলে কি? Aperture কন্ট্রোল করে কি পরিমান আলো camerar সেন্সর এ প্রবেশ করবে. আলোর কমবেশীর উপর নির্ভর করেই ছবির সৌন্দর্য বোঝা যায়. আলোর কমবেশীর এ বিষয়টা exposure নামেই পরিচিত. এখন আমাদের আলোচনা আমরা Aperture এর মধ্যেই সীমাবদ্ধ রাখব.

Aperture সাধারনত camerar লেন্সের উপর লেখা থাকে f ৩.৫ - ৫.৬ এই ভাবে. এটা f স্টপ নামে পরিচিত. f স্টপের উপরই নির্ভর করে যে লেন্সের মধ্যে কি পরিমান আলো প্রবেশ করবে. এইক্ষেত্রে f স্টপ যত ছোট হবে সেই লেন্সে তত বেশি আলো প্রবেশ করতে পারবে এবং লেন্সের মূল্যও অনেকটা নির্ভর করে f স্টপের উপর. Aperture এরসাথে shutter স্পীডেরও ব্যবহার সম্পর্কে জানা জরুরি. কেননা aperture, shutter স্পীড এবং exposure সব একইসাথে ইন্টার রিলেটেড.


ভালো ছবি তখনি তোলা সম্ভব যখন এই তিনটির সম্বনয় সাধন করা যায়. পরবর্তী আর্টিকলে আমি shutter স্পীড এবং aperture এর relation সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব.
ধন্যবাদ

No comments:

Post a Comment