September 26, 2011

Apple: iPhone 5 event in smaller venue on Cupertino campus

Apple তাদের নেক্সট জেনারেশন স্মার্টফোনের মিডিয়া রিলিজ করার জন্য ঐতিহাসিক সানফ্রান্সিসকো এক্সিবিশন হল ব্যবহার না করে তাদের নিজেদের ক্যাম্পাস Cupertino কে সিলেক্ট করেছে। Apple তাদের যেকোনো মেজর মিডিয়া রিলিজ সাধারনত সানফ্রান্সিসকো Moscone সেন্টার বা Yerba Buena সেন্টার আর্টস (YBCA) মত বৃহৎ প্রাঙ্গনেই ঘোষনা দিত। কিন্তু এইবার এর ব্যাতিক্রম হল। এই রিউমার শোনা যাচ্ছে যে এ ঘোষনা আগামী অক্টোবরের ৪ অথবা ৬ তারিখ দেওয়া হবে।
হয়তো বা এই ঘোষনার তারিখ আগে থেকে ঠিক না থাকার কারনে তারা বড় কোন ঝুকিতে না গিয়ে নিজস্ব ক্যাম্পাসে করাটাই সুবিধাজনক মনে করেছে।  YBCA এবং Moscone সেন্টার, যা কিনা হাজার লোকের জন্য অথবা সাংবাদিকের জন্য সুবিধাজনক তা ব্যবহার না করে Apple Town Hall Auditorium  এর মত ছোট পরিসরে করার পিছনে কিছু কারন তো থাকবেই। এই হল কেবল মাএ কয়েক শত লোকই ধারন করতে পারে। তাই মনে করা হচ্ছে কেবল কিছু সংখ্যক  সাংবাদিকের ভাগ্য হবে এই অনুষ্ঠানে অংশগ্রহন করার।
ধন্যবাদ

No comments:

Post a Comment