September 30, 2011

A Guide: Using Android Phone - Part 1


আজকের আর্টিকেলে আমি চেষ্টা করব Android ফোনের কিছু সুযোগ সুবিধা ব্যাখা করার। অনেকের কাছেই হয়তো বা এটি একটি ফোন, কিন্তু সুবিধা হিসাবে ইন্টারনেট ব্যবহার করা যায়। Android ফোনের ব্যবহার কেবলমাএ  ইন্টারনেটের মধ্যেই সীমাবদ্ধ নয়অ্যানড্রইড অপারেটিং সিস্টেমে, ইন্টারফেসের ডেস্কটপের অনেক বৈশিষ্ট্যই আপনি আপনার ইচ্ছামতো পরির্বতন করতে পারবেন।

অ্যানড্রইড ফোনের ইন্টারফেস ডেস্কটপ কেবল চারটি সাধারন আইকনের মধ্যেই সীমাবদ্ধ নয়। সুবিধামত আপনি একটি আইকনের সাইজ পরির্বতন করতে পারবেন Horizontally অথবা Vertically। উধাহরন হিসাবে আমি Samsung Galaxy S অ্যানড্রইড ফোন ব্যবহার করব এই আর্টিকেলের জন্য।
 
অ্যানড্রইড ডেস্কটপ একাধিক homescreen প্যানেলে গঠিত হয়একেক কোম্পানির ডিভাইসে একেকভাবে এই প্যানেলের পরিমান ব্যবহার হয়। কোন কোন প্রোডাক্টে ৫ থেকে ৭ টি পর্যন্ত হোম স্ক্রীন হতে পারে। Homescreen এ আপনি ইচ্ছা করলে বিভিন্ন ধরনের Widget ও ব্যবহার করতে পারবেন। Widget ব্যবহার করতে চাইলে আপনার হোমস্ক্রীনে Long Press  করলে নিম্নের অপশনগুলো পাবেন।



No comments:

Post a Comment