October 04, 2011

Releasing of New Six Creativity Apps From ADOBE For Tablets

অ্যাডোবির প্রেস রিলিজ অনুযায়ি খুব শীঘ্রই cloud-based initiative হিসাবে, অ্যাডোবি ব্যবহারকারীরা সহজে এবং elegantly তাদের content ভিত্তিক ওয়েবসাইট, যা কিনা ট্যাবলেটের Apps এর মাধ্যমে তৈরী এবং ব্যবহার করতে পারবেন বলে ঘোষনা দিয়েছে।

নতুন এই Apps অ্যাপেল এর আই প্যাড এবং অ্যানড্রইড উভয় প্ল্যাটফর্মে সমানভাবেই কাজ করবে  বলে জানায়। মজার ব্যাপার হলো তারা প্রথমে কেবলমাএ অ্যানড্রইড ট্যাবলেটের উপর ভরসা করে এই Apps গুলো মার্কেটে ছাড়লেও তা  ব্যবহারকারিদের তেমনভাবে আর্কষন করতে পারেনি, কারন অ্যাপেলের মত এইরকম ক্রিয়েটিভ প্লাটফর্ম অ্যানড্রইড ট্যাবলেটে তৈরি হয়নি। তাই তারা নতুন করে ঘোষনা  দেয় যে তারা অ্যাপেল iOS সংস্করণের Apps মার্কেটে ছাড়বে আগামি বছরের শুরুতে মানে ২০১২ র প্রথম দিকে।




করে, কিন্তু নতুন ইনোভেশন যাকে বলে তা আর হয় না। 
অ্যাডোবি ক্রিয়েটিভ সুইট ® সফ্টওয়্যার দ্বারা তৈরি এই অ্যাপেসগুলোর সাহায্যে অনেক ট্যাবলেট ব্যবহারকারিরাই প্রোফেশনাল কোয়ালিটির সৃষ্টিশীল কাজগুলো করতে পারবে সহজেই।
অ্যাডোবির এই ছয়টি অ্যাপেস হলো
১। Adobe Photoshop Touch: এটি একটি ইমেজ এডিটিং এবং ট্রান্সর্ফোমেশন সফ্টওয়্যার
২। Adobe Collage: ছবি ইম্পোর্ট এবং ড্রইং টুলসের মাধ্যমে collages তৈরির কাজে ব্যবহার করা যাবে।
৩। Adobe Debut: ক্রিয়েটিভ সুইট ফাইল উপস্থাপনা সফ্টওয়্যার
৪। Adobe Ideas: ভেক্টর ভিত্তিক আঁকার জন্য সফ্টওয়্যার
৫। Adobe Kuler: কালার থিম জেনারেশন সফ্টওয়্যার
৬। Adobe Proto: ওয়েবসাইট এবং মোবাইল Apps জন্য প্রোটোটাইপিং সফ্টওয়্যার

No comments:

Post a Comment