ফুজিটসু খুব শীঘ্রই একটি নতুন স্মার্টফোন বাজারে ছাড়ছে, যা কিনা টার্গেট
করা হয়েছে সিনিয়ারদের ব্যবহারের জন্য
ফুজিটসু যা কিনা এই প্রথমবারের মত জাপানের বাইরের মার্কেটে এই ফোনটি রিলিজ
করতে যাচ্ছে ২০১৩ সালে। অ্যাপেল এবং স্যামসাংয়ের মত বড় বড় কোম্পানি যেখানে স্মার্টফোনের মার্কেট প্রায় পুরোটাই দখল
করে আছে, সেখানে ফুজিটসু এই প্রথমবারের মত
সিনিয়ার (বয়স্ক) ইউজারদের টার্গেট করে এই মার্কেটটি ধরার চেষ্টা করছে।
এই ফোনটির বৈশিষ্ট্য হল এর সিমপ্লিফাইড ইন্টারফেস। এই ফোনটিতে এনড্রয়েড ৪.০ মডিফায়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। এই ইন্টারফেসে বড় আকারের ফন্ট ব্যবহার করা হয়েছে এবং হোম স্ক্রিনে কেবলমাত্র কয়েকটি প্রয়োজনীয় এপ্লিকেশন থাকবে, তাহল – ফোন ডায়ালার, ফোন বুক, ইমেইল এবং ওয়েদার ফোরকাস্ট। এছাড়াও সিনিয়ার-ফ্রেন্ডলি সুবিধা যেমন – নয়েজ কেন্সেলেশন এবং ভয়েস স্লো করবার মত অপশন, যা কিনা সাহায্য করবে কলারদের কথা বুঝবার জন্য।


