অনেকেই ধারনা করছে যে খুব শীঘ্রই স্যামসং মার্কেটে
নতুন গ্যালাক্সির ভার্সন ৪ ছাড়তে যাচ্ছে। এটাও ধারনা করা হচ্ছে যে, ২০১৩ র এপ্রিল
নাগাদ স্মার্টফোনটি বাজারে আসবে।
গ্যালাক্সি এস ৪ ফিচারের মধ্যে উল্লেখযোগ্য হল, এর
স্ক্রিন সাইজ হচ্ছে ৫ ইঞ্চি, ১০৮০পি রেজিলিউশন সুপার এমলয়েড ডিসপ্লে। প্রসেসর হল
কোয়াড কোর এক্সিওন ৫৪৪০ চিপ, ১৩ মেগাপিক্সেল রেয়ার অটোফোকাস ক্যামেরা এবং নতুন
বৈশিষ্ট্যের মধ্যে থাকছে এস পেন, যা কিনা পূর্বে কেবলমাত্র
গ্যালাক্সি নোটের সাথে
আসতো।
এটাও ধারনা করা হচ্ছে যে, স্যামসং তাদের এই
প্রোডাক্টটি আসছে – “কম্পিউটার ইলেকট্রনিক শোতে” প্রর্দশন করবে না।
