January 02, 2013

iOS 7 - New iPhone 6 is on it's way

Rumor on iOS 7 - New iPhone 6 is on it's way, Bangla Technology News, BanglaTechnews
iOS 7 and iPhone 6 on the way

অ্যাপেলের নতুন iOS7 ইতিমধ্যেই ডেভেলপমেন্টের জন্য ডেভেলোপারদের হাতে দেওয়া হয়েছে। এই নিউজটি The Next Web (TNW) দ্বারা জানা গিয়েছে। অ্যাপেলের এই নতুন অপারেটিং সিস্টেম ডেভেলপারদের অ্যাপ ইউসেজ লগে দেখা যাবে।
এছাড়াও একজন ডেভেলপারের মাধ্যমে জানা গিয়েছে যে, অ্যাপেল তাদের নতুন স্মার্টফোন আইফোন ৬ এর হার্ডওয়ার টেস্টিং ফেস শুরু করেছে। ধারনা করা যাচ্ছে যে, এই বছরের মাঝামাঝি নাগাদ নতুন অপারেটিং সিস্টেমটি মার্কেটে ছাড়া হবে। এই সাথে অ্যাপেলের নতুন ফোন আইফোন ৬ ও মার্কেটে আসার সমূহ সম্ভাবনা রয়েছে।

ডেভেলপারের লগ থেকে এও দেখা গিয়েছে যে, অ্যাপ রিকোয়েস্ট যে আইপি এড্রেস থেকে অরিজিনেট  হচ্ছে তা অ্যাপেলের বহুল আলোচিত কপুট্রিনো ক্যাম্পাস থেকে আসছে।
এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে, কি ধরনের হার্ডওয়ার অথবা সফটওয়ার ব্যবহার করা হয়েছে, কিন্তু এটা নিশ্চিত যে অ্যাপেল তাদের নতুন প্রোডাক্ট লাইনের কাজ শুরু করেছে। সাধারণত, পূর্বে মেজর কোন অপারেটিং সিস্টেম ইন্ট্রোডিউসড করার ব্যাপারটা অ্যাপেল তাদের বাৎসরিক WWDC ইভেন্টের মাধ্যমে সারত এবং যা কিনা সানফ্রান্সিকোতে অনুষ্ঠিত হত।

No comments:

Post a Comment