January 08, 2013

E-Paper Tablets Coming out soon, which is going to change computing forever


আমার মাঝে মাঝেই মনে হয় যদি আমি আমার কম্পিউটারকে সব জায়গায় নিয়ে যেতে পারতাম তাহলে কি মজাই না হত। কম্পিউটারের এই অপূর্ণতা ট্যাবলেট পিসি অনেকখানিই কমিয়ে দিয়েছে। কিন্তু তাও মাঝে মাঝে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করি এবং সঙ্গে কোন ব্যাগ বহন করিনা তখন মনে হয় যদি পকেটে একটা পিসি বা ট্যাবলেট রোল করে নিয়ে আসতে পারতাম তাহলে দারুন মজা হতো।



অনেকেরই এই ইচ্ছে খুব শীঘ্রই পুরুন হবে E-Paper Tablet এর মাধ্যমে। কুইন ইউনিভার্সিটি প্লাস্টিক লজিক নামে একটি নতুন ডিসপ্লে তৈরি করেছে, যা কিনা ফ্লেক্সিবল এবং একই সাথে টাচ সেনসিটিভ। মজার ব্যাপার হল ইন্ডিভিজুয়াল পেপারের মতো প্রতিটি ই-পেপার আলাদা এপ্লিকেশনকে প্রেসেন্ড করে, কিন্তু প্রতিটি ই-পেপার একে অপরের সাথে ইন্টারেক্ট করতে পারে। একটি পেপারকে আরেকটি পেপারের সাথে ট্যাপ করে আপনারা কোন ডকুমেন্ট ওপেন করতে পারবেন, তাছাড়াও পিকচার এডিশন, কাট, পেস্ট, কপি, ইমেইল পাঠানো এই কাজগুলো সহজেই করা যাবে। আবার একটির পর আরেকটি এইভাবে সাজিয়ে বড় একটি স্ক্রিনও তৈরি করা যাবে।

No comments:

Post a Comment