January 09, 2013

Panasonic Introduced New Windows 8 Tablet


প্যানাসনিক ট্যাবলেট এবং পিসি টেকনোলোজিতে, রেজিলিউশনের ক্ষেত্রে অনেকখানি রেভিলিউশন আনতে যাচ্ছে তাদের নতুন 4K টেকনোলোজির মাধ্যমে।

এইবছরের “কনসুমার ইলেক্ট্রনিক শোতে” প্যানাসনিক তাদের এই টেকনোলোজির প্রর্দশন করেছে পারসোনাল কম্পিউটারে এবং তাদের বুথে যে ট্যাবলেটের প্রোটাইপ আছে তাতে দেখা যাচ্ছে যে এই ট্যাবলেটটির পিকচার রেজিলিউশন ৩৮৪০x২৫৬০ – পিক্সেল এবং একটি আইপিএস লইডি ডিসপ্লেতে ২৩০ পিক্সেল পাওয়া যা্বে প্রতি ইঞ্চিতে।
Panasonic 4K Windows 8 Tablet
Credit: Josh Lowensohn/CNET

বর্তমানে ১৫ ইঞ্চি রেটিনা ডিসপ্লে ম্যাক বুক প্রোর রেজিলিউশন হল ২৮৮০x১৮৮০ পিক্সেল মানে ২২০ পিপিআই। তাহলে বুঝা যাচ্ছে প্যানাসনিকের ২০ ইঞ্চির ডিসপ্লে অবশ্যই সুপিরিয়র ম্যাক বুক প্রো থেকে পিক্সেলের দিক থেকে। কিন্তু এই ডেমো মডেল অনেকখানি টাচ ফ্রেন্ডলি না যখন কোন পিকচারকে জুম ইন অথবা জুম আউট করা হয় অথবা উইন্ডোজ ৮ নেভিগেশন করার সময়।

ব্রাসড মেটালের এই প্রোটোটাইপ প্যানাসনিক ট্যাবলেটটির কনফিগারেশন হচ্ছে – ইন্টেলের আই৫-৩৪২৭ইউ প্রসেসর, এনভিডিয়া জিইফোর্স গ্রাফিক্স, ৪ গেগাবাইট র‍্যাম এবং ১২৮ গেগাবাইট এসএসডি।

No comments:

Post a Comment