এডোবি তাদের ফটোশপ টাচ প্রোগ্রামটিকে প্রথমবারের মতো মোবাইল প্লাটফর্মে সংযোজন করেছে। আগে এই সফটওয়্যারটি কেবলমাত্র ট্যাবলেট ইউজারদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন থেকে আইফোনে এবং android প্লাটফর্মে ব্যবহার করা যাবে। এডোবির এই সফটওয়্যারটি ট্যাবলেট ভার্সনের মত সবকিছুর এডিট করার মতো ফেসিলিটি দিচ্ছে। এই এপ্লিকেশনটি android ৪ অথবা আইফোন ৪স থেকে শুরু করে উপরের ভার্সন গুলোতে ইনস্টল করা যাবে।
ট্যাবলেট এবং মোবাইল ভার্সনের মধ্যে মূল পার্থক্য হলো এটির ইউজার ইন্টারফেসের। এটির বাজারমূল্য ধরা হয়েছে ইউ এস $৯.৯৯। এছাড়াও এই এপ্লিকেশনটির সাথে আসছে ক্রিয়েটিভ ক্লাউড সাবস্ক্রিপশনের সুবিধা। যা কিনা ইউজারদের ২ গেগাবাইট ফ্রি ক্লাউড স্টোরেজের সুবিধা দিবে।
![]() |
Adobe Photoshop Touch - on Mobile Platform |
ট্যাবলেট এবং মোবাইল ভার্সনের মধ্যে মূল পার্থক্য হলো এটির ইউজার ইন্টারফেসের। এটির বাজারমূল্য ধরা হয়েছে ইউ এস $৯.৯৯। এছাড়াও এই এপ্লিকেশনটির সাথে আসছে ক্রিয়েটিভ ক্লাউড সাবস্ক্রিপশনের সুবিধা। যা কিনা ইউজারদের ২ গেগাবাইট ফ্রি ক্লাউড স্টোরেজের সুবিধা দিবে।
No comments:
Post a Comment