আমরা মোটামুটি সবাই এখন স্মার্টফোন ব্যবহার করে থাকি। স্মার্টফোনের মূল সুবিধা হল এর টাচ বেইস্ড ইন্টারফেস। এই ইন্টারফেসের সুবিধা এবং অসুবিধা দুইই আছে। ছোট স্ক্রীনে গেম খেলতে গেলে অনেকেরই অসুবিধা হয়। কেননা আপনার আঙ্গুল অনেকখানিই জায়গাই দখল করে ফেলে স্ক্রীনের। এই অসুবিধা অনেকেখানি দূর হয়ে যাবে নতুন ইনভেনশন "প্রক্সিমিটি সেন্সরের" মাধ্যমে। NEONODE তাদের নতুন ইনভেনশন "প্রক্সিমিটি সেন্সিং" ইনট্রডিউস্ড করতে যাচ্ছে মার্কেটে খুব শীগ্রই।
প্রক্সিমিটি সেন্সিং যা কিনা ইতিমধ্যেই ব্যবহার করা হচ্ছে মোবাইলে। যার মাধ্যমে আপনারা যখন ফোন করবার জন্য মোবাইলকে আপনাদের কানের কাছে নিয়ে আসেন তখন অটোমেটিকালি এর স্ক্রিন বন্ধ হয়ে যায়। এই টেকনোলজিতে ব্যবহার করা হচ্ছে bluetooth এর প্রক্সিমিটি সেন্সিং। কিন্তু এটি খুব লিমিটেড সীমানার মধ্যে কাজ করে। NEONODE এই প্রক্সিমিটি সেন্সিংয়ের কিছু পরিবর্তন করেছে এবং এর মাধ্যমে মোবাইলের চারদিকে বেশ অনেকখানি জায়গা ধরে এই সেন্সিং কাজ করবে, আর ইউজাররা মোবইলের স্ক্রিনে না ধরে এর আশেপাশে টাচের মাধ্যমে যেকোনো গেম খেলাসহ মোবাইলেকে কন্ট্রোল করা যাবে।
Link - NEONODE
No comments:
Post a Comment