![]() |
| Windows 8 Tablet PC |
উইন্ডোজ ৮ এখনও
মার্কেটে আসেনি কিন্তু তাদের প্রোডক্ট প্রেজেন্টেশন বড়ই ইম্প্রেসিভ। আর দুটো অপারেটিং
সিস্টেম ব্যবহার করার অভিজ্ঞতা থাকলেও উইন্ডোজ সিস্টেম সম্বন্ধে শুধু ধারনাই আছে।
আমি অভির আগ্রহে অপেক্ষা করছি এর রিলিজের জন্য, যা মাইক্রোসফট আগামি বছর রিলিজ
করার প্রুতিশ্রুতি দিয়েছে।
আমি পারসোনালি
গুগলের প্লাটর্ফম এড়িয়ে চলার চেষ্টা করছি, কারণ তাদের ট্র্যাকিং সিস্টেম আমার
পচ্ছন্দ নয় বলে। উইন্ডোজের টাইলিং সিস্টেম অনেকখানি মুগ্ধ করেছে আমাকে। এবং
অন্যান্য সুবিধার পাশাপাশি যদি সাধারন কম্পিউটারের ফাংশনালিটি উইন্ডোজ প্রদান করতে
পারে, তাহলে বলতেই হবে যে অ্যাপেল খুব শ্রীঘ্রই একজন বড় কম্পিটিটর পেতে যাচ্ছে
প্রথমবারের মত। এনড্রয়েড কখনই অ্যাপেলের কম্পিটিটর ছিল না এবং হবেও না। অনেকে বলে
এবং এটা সত্যি যে অ্যাপেলের প্রোডাক্ট ক্লোসড বিজনেস মডেল মেনে চলে, যা অনেকের
জন্য বিরক্তিদায়ক হলেও আমরা স্পাম, ভাইরাস এবং মেসিভ ধরনের ট্রোজানের হাত থেকে
বেচেঁ যাচ্ছি। অন্যদিকে উইন্ডোজ বলতে গেলে ট্রু ওপেন প্লাটর্ফম যা গুগলের মত
সবকিছুতে খবরদারি করে না। আমার নেক্সট টার্গেট উইন্ডোজ ট্যাবলেট।
ধন্যবাদ

No comments:
Post a Comment