November 08, 2012

Android vs iPad mini


এনড্রয়েড বনাম আইপ্যাড মিনি?

সবসময়ই এনড্রয়েড এবং অ্যাপেলের মধ্যে প্রতিযোগিতা লেগেই আছে। কোন অপারেটিং সিস্টেম কতটা ভালো তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। একজন ইউজার হিসাবে আমি দুই প্লাটফর্মেই কিছু সুবিধা এবং অসুবিধা সম্মুখীন হয়েছি। কিন্তু এটা নিশ্চিতভাবেই বলা যায় যে, এই সময়ের সবচেয়ে পাওয়ার ফুল দুইটা অপারেটিং সিস্টেমর মধ্যে তুলনা করলে অ্যাপেল প্রতিযোগিতায় অনেকখানিই এগিয়ে আছে এখন পর্যন্ত।



অ্যাপেলের নতুন আপডেটেড ভার্সন iOS6 এক কথায় তুলনাহীন। ফিঙ্গার রিজেকশন এবিলিটি থাকাতে কাজ করার এবং ব্রাউজিং করার ফ্যাসিলিটি অনেক বেশি আইপ্যাড এবং আইফোনের মত ছোট ডিভাইসে। যা এখন পর্যন্ত এনড্রয়েডে আসেনি। সম্প্রতি অ্যাপেল তার নতুন প্রোডাক্ট লাইনে সংযোজন করেছে “আইপ্যাড মিনি”। যা ট্যাবলেট মার্কেটে অনেকখানিই ঝড় বইয়ে দিয়েছে। এখন পর্যন্ত প্রায় ৩ মিলিয়নেরও বেশি বিক্রিত হয়েছে এই ডিভাইসটি।

দামের দিক থেকে প্রায় ১০০ ডলারেরও বেশি এই ডিভাইসটি (এনড্রয়েড নেক্সাস ৭”র সাথে তুলনা করা হয়েছে) সবার মনোযোগ আকর্ষন করতে সমর্থ হয়েছে। টেক প্রেমিকরা সুলভমূল্যের নেক্সাসের দিক থেকে সরে এসে আইপ্যাডের দিকে অনেকখানিই ঝুকে পড়েছে। যদিও মার্কেট শেয়ারের দিক থেকে এনড্রয়েড এখনও অনেকখানি এগিয়ে, কিন্তু ইউজাবিলিটির দিক থেকে অ্যাপেলের তুলনা আমি করতে পারছিনা। এই আপডেটেড ভার্সন iOS6 কিন্তু অনেক ধরনের প্রবলেমেরও সম্মুখীন হয়েছে। সবচেয়ে উল্লেখ্যযোগ্য হল তাদের ম্যাপ অ্যাপলিকেশন।