আজ ফেসবুক
তাদের জনপ্রিয় iOS অ্যাপ্লিকেশনের নতুন
ভার্সন রিলিজ করেছে আইফোন এবং আইপ্যাড ইউজারদের জন্য। যে কোন অ্যাপেল ইউজাররাই এখন
এই আপডেটেড ভার্সনটি অ্যাপেল স্টোর থেকে ফ্রীতে ডাউনলোড করতে পারবেন। কি কি নতুন
ফিচার সংযোজন করা হয়েছে এই আপডেটেড ভার্সনে –
ভার্সন ৫.৩ তে
আপনি এখন পূর্বের তুলনায় আরও তাড়াতাড়ি আপনার টাইমলাইন প্রোফাইল দেখতে পারবেন।
নিউজ ফিড –
এখন পূর্বের তুলনায় আরও তাড়াতাড়ি লোড হবে আইফোন এবং আইপ্যাডে।
ফোটো আপলোড
করবার সময় পূর্বে আপনি কোন স্পেসিফিক অ্যালবাম সিলেক্ট করতে পারতেন না, কিন্তু
নতুন এই ভার্সনে তা সম্ভব হবে।
এছাড়াও ফেসবুক কিছুদিন পূর্বেই তাদের iOS অ্যাপ্লিকেশনটি নতুন করে বিল্ডআপ করেছে যাতে অতি দ্রুত ইউজাররা, iOS এর ক্যামেরা রোল থেকে ডাইরেক্টলি শেয়ারের ফাংশনালিটির অপশনটিও অনেক পরিবর্তন করেছে ইউজার সুবিধার্তে।
এছাড়াও ফেসবুক কিছুদিন পূর্বেই তাদের iOS অ্যাপ্লিকেশনটি নতুন করে বিল্ডআপ করেছে যাতে অতি দ্রুত ইউজাররা, iOS এর ক্যামেরা রোল থেকে ডাইরেক্টলি শেয়ারের ফাংশনালিটির অপশনটিও অনেক পরিবর্তন করেছে ইউজার সুবিধার্তে।
