নেক্সাস ১০,
গুগলের লেটেস্ট ট্যাবলেট যা এখন মার্কেটে এসেছে। এখনকার বাজারে একমাত্র এই
ট্যাবলেটটিতেই সবচেয়ে বেশি ডিসপ্লে রেজিলিউশন ব্যবহার করা হয়েছে। এছাড়াও এটিতে
থাকছে মাল্টি ইউজার সাপোর্ট ফ্যাসিলিটি, যা এখন পর্যন্ত অন্য আর কোন ট্যাবলেটে
নেই।
| Google Nexus 10" - Tablet |
গুগলের
নেক্সাস ১০ এ ব্যবহার করা হয়েছে – ২৫৬০ এক্স ১৬০০ রেজিলিউশন মানে হল ৩০০ পিপিআই।
গ্রাফিক প্রসেসরটি অতি দ্রুত প্রসেস করতে পারে। এইচ ডি মুভি দেখা ছাড়াও, যে কোন
ওয়েবসাইটের লেখাগুলোও দারুন ক্লিয়ার দেখা যাবে এই রেজিলিউশনে।
৮.৯ মিমি. থিন সাইজের এই ১০” ট্যাবলেটটি মাত্র ৬০৩ গ্রাম। এটিতে ব্যবহার করা হয়েছে সুপার ফার্স্ট
ডুয়েল কোর আরম কোরটেক্স এ১৫ প্রসেসর এবং এডভান্সড মিমো ওয়াইফাই, যা কিনা ওয়েব
ব্রাউজিংকে ৪ টাইম ফাস্টার করেছে পূর্বের নরমাল ওয়াইফাই থেকে।
নেক্সাস ১০
ট্যাবলেটকে ইচ্ছে করলেই অন্যান্যদের সাথে শেয়ার করা যায়, মানে হল এটিতে মাল্টি
ইউজার ফ্যাসিলিটি থাকাতে প্রতিটি ইউজারই তাদের কাস্টোমাইজড স্ক্রিনে লগইন করতে
পারবে, অনেকটাই উইন্ডোজের মত। প্রত্যেকের জন্য সেপারেট স্পেস থাকবে।
ডাইমেনশন –
২৬৩.৯ X ১৭৭.৬ X ৮.৯
ওজন – ৬০৩ গ্রাম
প্রসেসর এবং মেমরি –
১৬ গেগাবাইট অথবা ৩২ গেগাবাইট
২ গেগাবাইট র্যাম
সিপিইউ – ডুয়েল কোর এ ১৫
জি পি ইউ – কোয়াডকোর মালি টি৬০৪
সুবিধা –
এনড্রয়েড ৪।২ (জেলি বিন)
৯০০০ লিথিয়াম পলিমার ব্যাটারি
এক্সালিটোমিটার
জিপি এস
ক্যামেরা –
৫ মেগাপিক্সেল
১.৯ মেগাপিক্সেল (ফ্রন্ট)
সুবিধা এবং অসুবিধা –
সবচেয়ে বড়
সুবিধা হল অন্যান্য ডিভাইসের মত এটিও গুগলের এমেইজিং সব আপস প্রিইন্সটোল্ড থাকবে –
গুগল ক্রোম এইচডি, গুগল প্লে, গুগল ম্যাগাজিন, গুগল প্লাস এছাড়াও অন্যান্য আরও
আপস।
এখনকার বাজার মূল্য –
নেক্সাস ১০
ইতিমধেই বাজারে ছাড়া হয়েছে, এখনকার বাজার মূল্য ইউ এস $৩৯৯.০০